চন্দ্রযান-৩ সফল উৎক্ষেপনে অংশগ্রহণকারী বিজ্ঞানী বিজয় দাইকে সম্বর্ধনা জানালেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। বুধবার ময়ূরেশ্বর-১ ব্লকের দক্ষিণগ্রামের তার বাড়িতে অভিনন্দন জানাতে উপস্থিত সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম এবং ময়ূরেশ্বর-১ এরিয়া কমিটির সম্পাদক তমাল চন্দ্র দে। মহাকাশ বিজ্ঞানে তার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দাইয়ের হাতে পুষ্প স্তবক তুলে দেন রামচন্দ্র ডোম। তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তিনি এবং স্থানীয় নেতৃত্ব। এদিনের সম্বর্ধনায় খুশি বিজয় দাই এবং তার পরিবারের সদস্যরা। চন্দ্রযান ৩ এর সাফল্যের সাথে সাথে বিজয় দাইয়ের সাফল্যেও খুশি তার গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য বিজয় দাইয়ের মতো ইসরোর একাধিক বিজ্ঞানী দীর্ঘদিন বিনা বেতনে কাজ করে চলেছেন। তাদের প্রচেষ্টার কারণে চাঁদের মাটিতে পা রাখতে পেরেছে ওই চন্দ্রযান।
Birbhum
বীরভূমের বিজ্ঞানীকে সম্বর্ধনা
×
Comments :0