পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুই পক্ষের সাথে কথা বলার চেষ্টা করে পুলিশ। সূত্রের খবর তৃণমূলের ছোঁড়া ইঁটে দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন। শক্তিগড় থানার ওসি আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন সকাল থেকেই জমায়েত করতে শুরু করে তৃণমূলে গুন্ডা বাহিনী। সেই সময় পুলিশ তাদের সড়িয়ে দেওয়ার জন্য কোন পদক্ষেপ নেয়নি।
২০১৮ সালে একাধিক জায়গায় সিপিআই(এম) প্রার্থীদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবার বলেন, ‘‘তৃণমূলের দুষ্কৃতীবাহিনী এবার খুশিমতো দাপিয়ে বেড়াতে পারবে না। প্রতিরোধের মুখে পড়তে হবে।’’
একটি ভিডিও বার্তায় সেলিম বলেন, মানুষের মেজাজ বুঝে কাজ না করলে ভুল করবে প্রশাসন। এরাজ্যের মানুষ চোর লুঠেরাদের হঠিয়ে ফের একবার সাধারণ মানুষের পঞ্চায়েত প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
Comments :0