২০১৮ সালে যেই কাকদ্বীপে রাতের অন্ধকারে জীবন্ত পুড়িয়ে মারা হয় সিপিআই(এম) কর্মী দেবু দাস এবং উষা দাসকে সেই কাকদ্বীপে সিপিআই(এম) কর্মীদের পাল্টা প্রতিরোধে পালালো তৃণমূল।
সোমবার কাকদ্বীপের বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান সিপিআই(এম) প্রার্থীরা। কর্মী সমর্থকদের সাথে নিয়েই মনোনয়ন দিতে যান তারা। সেই সময় বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ করে তৃণমূল। আহত হন পাঁচজন সিপিআই(এম) কর্মী। প্রার্থীদের কাছ থেকে ভোটার কার্ড সহ গুরত্বপূর্ণ কাগজ ছিনিয়ে নেওয়া হয়।
কিন্তু মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের মতো দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও পাল্টা প্রতিরোধ করেন সিপিআই(এম) কর্মীরা। মোটা লাঠি, বাঁশ নিয়ে পাল্টা তৃণমূলের গুন্ডা বাহিনীর দিকে তেড়ে যায় তারা। সিপিআই(এম) কর্মীদের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে পালায় তৃণমূল।
Comments :0