চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। সূত্রের খবর, বিশ্বকাপ ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে। যদিও আইসিসি কিংবা বিসিসিআই’র তরফে এখনও সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি।
প্রাথমিক ভাবে সেমিফাইনালের জন্য মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামকে বাছা হয়েছিল। পরবর্তীকালে সেই তালিকায় যুক্ত হয় ইডেন গার্ডেন্স এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের নাম। যদিও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শেষ পর্যন্ত তালিকায় থাকতে চলেছে ওয়াংখেড়ে এবং ইডেনেরই নাম।
Comments :0