উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নিহতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারা। মোষপোলে ঘনবসতি এলাকায় চলত এই কারখানা।
গত মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণে দশ জনের বেশি প্রাণ হারান। আরও বহু বিস্ফোরণ হয়েছে রাজ্যের বিভিন্ন বাজি কারখানায়। নতুন যোগ হলো দত্তপুকুর।
স্থানীয় সূত্রে খবর, বাজি কারখানাটি অবৈধ ভাবে চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ৬-৭ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে উঠে এসেছে।
স্থানীয়দের অভিযোগ পুলিশ ও রাজ্যের মন্ত্রীরা এই বিষয়ে সব জানতেন। চোখ বুঁজে ছিল প্রশাসন। স্থানীয়রা আপত্তি জানালে তাঁদেরই হুমকির মুখে পড়তে হতো।
Comments :0