দীর্ঘ দিন ধরে জব্বলপুরের কৃষকরা দাবি জানিয়ে আসছে যাতে সরকারের পক্ষ থেকে খোলা বাজারে বিক্রি করার জন্য কড়াইশুটির দাম নির্ধারনকরে দেওয়া হোক। কিন্তু ওই রাজ্যের বিজেপি সরকার কৃষকদের সেই দাবি মেনে নেয়নি। শনিবারও সেই একই দাবিতে সরব হয়েছেন কৃষকরা। বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানিয়েছেন মান্ডিতে তারা ১০ থেকে ২০ টাকা কেজিতে কড়াইশুটি বিক্রি করছে। কিন্তু বাজারে তা বিক্রি হচ্ছে দ্বিগুনেরও বেশি দামে। যেই দামে তারা তাদের ফসল বিক্রি করছে তাতে তাদের কোন লাভ থাকছে না বলেও দাবি করা হয়েছে।
তবে শনিবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments :0