Drowning

সুরকি ঘাটে উদ্ধার পিতা পুত্রের দেহ

জেলা


শ্রীরামপুর থানার অন্তর্গত সুরকি ঘাটে দশমীর দিন ছেলে রুদ্র(১০)কে নিয়ে স্নান করতে নামেন বাবা রাজীব নায়েক(৪০)। তাঁরা শ্রীরামপুর প্রভাস নগর এলাকার ধোবিয়াপাড়ার বাসিন্দা। বাবা ছেলে স্নান করতে নামার পর। গঙ্গায় তলিয়ে যায় ছেলে। ছেলেকে বাঁচাতে গিয়ে ডুবে যান বাবা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায়, বাড়ি থেকে রাজীবকে ফোন করা হলে এক জন ফোন রিসিভ করে বলে, ঘাটে ফোন এবং জামা প্যান্ট পরে আছে। কাউকে দেখা যাচ্ছে না। এরপরই পরিবারের লোক ঘাটে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। শ্রীরামপুর থানাতেও খবর দেয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী বোট নামিয়ে খোঁজাখুঁজি শুরু করে। বুধবার সকালে সুরকি ঘাটের অদূরে দুটি মৃতেদহ ভাসতে দেখে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মিরা। পরিবারের লোক চিহ্নিত করে মৃতদেহ দুটি গঙ্গায় ডুবে যাওয়া পিতা পুত্রের। শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে গঙ্গায় স্নান করতে নামলেও সাঁতার জানত না রাজীব নায়েক ও তার ছেলে। সেই কারণেই তলিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়।
 

Comments :0

Login to leave a comment