রবিবার সকালে দুর্গাপুর থানার অন্তর্গত কুরুড়িয়া ডাঙ্গা এলাকায় একটি বাড়ি থেকে এক পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। একজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বাকি মৃতদেহগুলো খাটে এবং মেঝেতে শোয়ানো অবস্থায় ছিল। মৃতদের নাম অমিত মন্ডল (৩৩), অমিতের স্ত্রী রূপা মন্ডল (২৭), অমিত ও রূপার সাড়ে ৭ বছরের পুত্র বাবু ও দেড় বছরের কন্যা বুনু। ঝুলন্ত অমিতের হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল। মৃত্যুর আগে এক আত্মীয়ের কাছে পাঠানো হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ভাইরাল হয়েছে।
নিজের সন্তানদের মেরে অমিত আত্মঘাতী হচ্ছে বলে মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছে। মা এবং মামার বাড়ির সদস্যদের সঙ্গে অমিতের পরিবারের সম্পর্ক তিক্ত হয়েছিল বলে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিল অমিত। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অমিতের মা কে নিয়ে গেছে। ঘটনাস্থলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক দল এসেছিল। মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে। আর একটি হোয়াটসঅ্যাপ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আই - এর উদ্দেশ্যে অমিত জানিয়েছে টাকার বিনিময়ে কে কে স্কুল মাস্টারের চাকরি পেয়েছে ও তারা কোন কোন বিদ্যালয়ে চাকরি করছে।
Comments :0