Hanshkhali

পাঁচ লক্ষ টাকা হাতে পেলো হাঁসখালির নির্যাতিতার পরিবার

রাজ্য

হাঁসখালির নির্যাতিতা কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়া হলো পাঁচ লক্ষ টাকার আর্থীক সহায়তা। চলতি বছর এপ্রিল মাসে হাঁসখালির তৃণমূল নেতার ছেলে জন্মদিনের পার্টিতে ধর্ষনের শিকার হয় হাঁসখালির নবম শ্রেণির এক কিশোরী। তারপর সেই ঘটনাকে কেন্দ্র হাই কোর্টে মামলা দায়ের হয়। সেখানে নির্যাতিতার পরিবারকে আর্থীক সহায়তা করার জন্যও মামলা দায়ের হয়। হাই কোর্টরে পক্ষ থেকে পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় একটি সংস্থাকে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও টাকা না দেওয়ার অভিযোগ ওঠে সংস্থার বিরুদ্ধে। সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই বিষয় রিপোর্ট চায় নির্দিষ্ট ওই সংস্থার কাছে। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে সোমবার তারা নির্যাতিতার পরিবারের সদস্যদের হাতে আর্থীক সাহায্য পৌঁছে দিয়েছে।  

Comments :0

Login to leave a comment