নাবালিকাকে যৌন নির্যাতন এর অভিযোগ তৃনমূলের নেতার বিরুদ্ধে পথে নামলো হুগলি জেলা ডিওয়াইএফআই। শুক্রবার সকালে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে মগড়া থানায় ডেপুটেশন দেয় সংগঠনের সদস্য রা।
গত বুধবার রাতে মগড়ার পলাশপুর এলাকার এক ৯ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ অরুন ধরকে (নান্টু) বিরুদ্ধে।লজেন্সের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।অভিযুক্তে আটক করে পুলিশ।বৃহস্পতিবার নান্টুর ভাই অনুপ ধর (পিন্টু) নির্যাতিতার পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ।এরপরেই পিন্টুকে গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাসিন্দারা। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা বলে পরিচিত ও তৃনমূলের ২১ ওয়ার্ডের সম্পাদক। ভাই পিন্টু এলাকার তৃনমূলের যুবনেতা।
ত্রিবেনী কালিতলায় সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সভাপতি সুমন মাল,সম্পাদক শুভঙ্কর দাস।নাবালিকার পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলে আশ্বাস দেওয়া হয় দোষী ব্যক্তি রা যতক্ষন পর্যন্ত না কঠিনতম শাস্তি পাবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে।নাবালিকার পরিবার জানান তাদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে। যে অপরাধী তাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।
কালিতলায় বিক্ষোভ সভার পর মগড়া থানায় ডেপুটেশন দেওয়া হয়।প্রতিনিধি দলে ছিলেন শুভঙ্কর দাস,সুমন মাল,অন্নেশা দাসগুপ্ত, অমিত সরকার,সুরজিত গুহ। ডেপুটেশন দিয়ে বেরিয়ে সম্পাদক শুভঙ্কর দাস জানান নাবালিকার পরিবার কে নিরাপত্তা দিতে হবে।তার সাথে আইনি যে লড়াই তার জন্য সংগঠন সবসময় পাশে থাকবে।পুলিশ দুইজন কে গ্রেফতার করেছে,তারা এই এলাকার শাসক দলের নেতা।পুলিশ কে সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে কোন ভাবে নাবালিকার পরিবার কে যেন কেউ প্রভাবিত করতে না পারে সে বিষয়ে নজর রাখতে।
Hooghly Dyfi
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ হুগলীর তৃণমূল নেতার বিরুদ্ধে
×
Comments :0