PANCHAYAT ELECTION

পঞ্চায়েত ভোটের আগেই বারুইপুরে বিরাট ভাঙন তৃণমূলে

জেলা

বারুইপুরে তৃণমূলে ভাঙন। পঞ্চায়েত নির্বাচনের আগে শতাধিক তৃণমূল কর্মী দলত্যাগ করে সিপিআই(এম)’র মিছিলে যোগদেন।  সিপিআই(এম) বারুইপুর পশ্চিম ২ এরিয়া কমিটির উদ্যোগে ধপধপি ২অঞ্চলের সরদার পাড়ায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মিছিল পরিক্রমা করে। এই মিছিলে যোগদান করেন ধপধপি ২ অঞ্চলের শতাধিক তৃণমূল কর্মী ও তাঁদের পরিবার।
এদিন মিছিলের শুরুতে তৃণমূলের বুথ সভাপতি সহ দলত্যাগী তৃণমূল কর্মীদের হাতে লালঝান্ডা তুলে দেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক তুষার বোস। উপস্থিত ছিলেন পার্টির এরিয়া কমিটির সদস্য পিনাকী বিশ্বাস, সুচরিতা বসুসহ স্থানীয় পার্টি নেতৃত্বরা। 


দলত্যাগী তৃণমূল কর্মীরা এদিন বলেন, পঞ্চায়েত থেকে চোর, লুটেরা তৃণমূলকে হটাতে তাঁরা লালঝান্ডা হাতে নিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে বামপন্থী প্রার্থীদের জয়ী করে মানুষের পঞ্চায়েত গঠনের শপথ গ্রহণ করেন তাঁরা। এরপর ওই এলাকায় তাঁরা মিছিলে যোগদেন।


তুষার বোস সাংবাদিকদের বলেন, মানুষ অভিজ্ঞতা দিয়ে লালঝান্ডার নীচে আসছেন। ধপধপি ২ অঞ্চল তৃণমূলের শক্তঘাঁটি ছিল। চোর, লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকার তৃণমূল কর্মী, সমর্থকরা। পঞ্চায়েত থেকে লুটেরাদের হটাতে গ্রামে গ্রামে লালঝান্ডা হাতে নিয়ে মিছিলে শামিল হয়েছেন গরিব শ্রমজীবী সাধারণ মানুষ। দাঙ্গাবাজ, লুটেরাদের পরাস্ত করতে এই অঞ্চলে জোটবদ্ধ হচ্ছেন মানুষ।

Comments :0

Login to leave a comment