অবাধ ও শান্তিপূ্র্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে এসএফআই-ডিওয়াইএফআই’র আসানসোল মহকুমা অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো সোমবার দুপুরে।
বৃষ্টির মধ্যেই আসানসোলের শতাব্দী পার্ক থেকে এদিন মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী। সেই মিছিল বিএন মোড়ে কাছে আসলে পুলিশ ব্যরিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। কিন্তু ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়। পরে আবার তাঁদের পুলিশ আটকানর চেষ্টা করলে রাস্তাতেই বসে পড়েন ছাত্র-যুবরা।
পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৃণমূল সরকারের পুলিশের ভুমিকা নিয়ে মুখ খুলেছেন মীনাক্ষী মুখার্জী। তিনি বলেন, ‘‘পুলিশ আন্দোলন রুখতে যতটা তৎপর গণতন্ত্রকে রক্ষা করতে ততটা নয়। ফলে এই পুলিশ যত তাড়াতাড়ি রাজ্যের পুলিশ হিসেবে প্রকৃত দায়িত্ব পালন করে তত ভাল। তৃণমূলের পুলিশ হিসেবে কাজ করলে মানুষ সেটা বুঝে যাবেন। সুতরাং পুলিশকেই ঠিক হবে তারা তৃণমূলের হবে নাকি সরকারের।’’
পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জেলায় জেলায় বামপন্থীদের ওপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল। কোথাও মনোনয়ন জমা দিতে বাধা, কোথাও হুমকি দেওয়া হচ্ছে বামপন্থীদের। আবার কোথাও মারধরের চোখ রাঙানিও চলছে। এদিনই মীনাখাঁয় সিপিআই(এম) পার্টি অফিসে ঢুকে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীবাহিনী। হামলায় রক্তাক্ত হয়েছেন সিপিআই(এম) নেত্রী সোমা দাস। তাঁর মাথা ফেটে গিয়েছে। কাঁধে গুরুতর চোট পান যুবনেতা রানা রায়। সোমবার বামফ্রন্ট প্রার্থী এই দপ্তরে বসেই মনোনয়নের প্রস্তুতি নিচ্ছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। কয়েকঘন্টা দপ্তর ঘিরে রাখার পর ঢুকে পড়ে লাঠি ইট হাতে দুষ্কৃতীবাহিনী।
Comments :0