INDIA

কাল হচ্ছে না ‘ইন্ডিয়া’র বৈঠক

জাতীয়

বুধবার হচ্ছে না ‘ইন্ডিয়ার’ বৈঠক। ডিসেম্বরেই বৈঠক হলেও কবে হবে তা জানানো হয়নি। ৬ ডিসেম্বর ইন্ডিয়া ফ্রন্টের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান যে তারা বৈঠকে থাকতে পারবেন না। স্টালিন জানিয়েছিলেন যে ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের একাধিক এলাকা বিরপর্যস্ত এই পরিস্থিতিতে বৈঠকে যোগ দেওয়া তার পক্ষে কোন ভাবে সম্ভব নয়।
মমতা ব্যানার্জি সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে তিনি কোন বৈঠকের খবরই পাননি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও জানিয়েছিলেন তিনি বৈঠকে থাকতে পারবেন না।


উল্লেখ্য রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে অখিলেশ এবং মমতা কংগ্রেসকে কাঠগোড়ার দাঁড় করিয়েছে। তৃণমূল নেত্রী যেমন স্পষ্ট বলেছেন, ‘‘নির্বাচনে এই হার কংগ্রেসের। মানুষের নয়।’’ অন্যদিকে অখিলেশ মন্তব্য করেছেন যে, ‘‘নির্বাচনের ফলাফল সামনে চলে এসেছে এবার সব অহংকার শেষ। নতুন করে শুরু করতে হবে।’’ অখিলেশও যে কংগ্রেসকে নিশানা করেছে এই বিষয় কোন সন্দেহ নেই। 
এই পরিস্থিতিতে ইন্ডিয়ার আগামী বৈঠক কবে হয় এবং সেখান থেকে কি বার্তা সামনে আসে সেই দিকে তাকিয়ে আছে অনেকে।

Comments :0

Login to leave a comment