India landmass

ভারতের ৫৯ শতাংশ ভূমিকম্প প্রবণ

জাতীয়

ভারতীয় ভুখন্ডের ৫৯ শতাংশই ভূমিকম্প প্রবন বলে জানালেন কেন্দ্র বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জীতেন্দ্র সিংহ। বৃহস্পতিবার তিনি লোকসভায় বলেন, বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর বৈজ্ঞানিকরা সেসিমিক মানচিত্র অনুযায়ী ভারতকে চারটি জোন ভাগ করেছে। যথাক্রমে ২,৩,৪ এবং ৫। যার মধ্যে জোন ৫সব থেকে বেশি ভূমিকম্প প্রবন। মন্ত্রীর কথায় ভারতের ১১ শতাংশ ভুখন্ড জোন ৫ এর অলশ। তাছাড়া ১৮ শতাংশ ভুখন্ড পড়ে জোন ৪, ৩০ শতাংশ ভুখন্ড পড়ে জোন ৩ এবং বাকি অংশ হচ্ছে জোন ২।     

Comments :0

Login to leave a comment