কাছেই পূর্ব ভারতে আরএসএস’র প্রধান দপ্তর। খড়্গপুর গ্রামীণের গোপালিতে, তার কাছেই রাস্তা ভাসল লালঝাণ্ডার মিছিলে। জাত নয়, লড়াই হবে ভাতের- এই দৃপ্ত স্লোগানে হাঁটল উদ্দীপ্ত মিছিল।
বুধবার সারা ভারত খেতমজুর ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা দ্বিতীয় সম্মেলন শুরু হয় সমাবেশ করে। তার আগে হয় মিছিল। বক্তব্য রাখেন কৃষক নেতা সুশান্ত ঘোষ।
তিনি বলেন, যারা এত দুর্নীতি ও চুরি করে গরিব মানুষের মুখের গ্রাস কেড়েছে, জীবন জীবিকায় সংকেট বাড়িয়েছে, তাদের নিশ্চিন্তে থাকার দিন শেষ। গরিব মানুষের জব কার্ড হাতিয়ে বরাদ্দ টাকা লুট করেছে তৃণমূল। আর কেন্দ্রের সরকার চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে গরিব মানুষের কাজই বন্ধ করছে টাকা বরাদ্দ না করে। এই দুই ফুলকে ছু্ঁড়ে ফেলুন। জনগণের পঞ্চায়েত গড়ুন।
আশপাশের গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ এই শোভাযাত্রায় শামিল হেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে। ছিলেন প্রবীণ শ্রমিক নেতা দীপক সরকার, কৃষক নেতা তরুন রায় সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক সুকুমার চক্রবর্তী।
Comments :0