Mamata Banarjee

নিজেকে বিজেপি বিরোধী বোঝাতে দিল্লিতে ধর্নায় বসবেন মমতা

জাতীয়

যতদিন যাচ্ছে তত নিজেকে বিজেপি বিরোধী প্রমান করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন মমতা ব্যানার্জি। এবার ১০০ দিনের কাজের টাকা দেওয়ার দাবিতে দিল্লিতে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। আগামী ২৯ এবং ৩০ মার্চ ধর্নায় বসবেন। এদিন ওড়িশা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্নায় বসব, আমি মুখ্যমন্ত্রী হিসাবেই বসব।’’ 
আরএসএস ভালো, বিজেপি ভালো। মুখ ফসকে নিজের মনে কথা বলে ফেলেছিলেন আরএসএসের ‘দূর্গা’। 
তারপর বিজেপি আরএসএসের যাতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সুবিধা হয় তাই কখনও যাচ্ছেন কেজরিওবালের কাছে বা কখনও যাচ্ছেন নবীন পট্টনায়কের কাছে। আবার কখনও উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদব তাঁর কাছে আসছেন।


মমতা অখিলেশ দুজনেই জানিয়েছেন যে তারা কংগ্রেসের সাথে জোটে যাবে না। তৃণমূলের কথায় আঞ্চলিক দল গুলিকে ঐক্যবদ্ধ করে লোকসভায় লড়ার চেষ্টা করবেন মমতা। তা না হলে একা লড়বে তৃণমূল। অখিলেশের কথায় কংগ্রেসও কেন্দ্রে ক্ষমতায় থাকাকালিন কেন্দ্রীয় এজেন্সিদের ব্যবহার করেছে বিরোধীদের বিরুদ্ধে। 
এখন তৃণমূলের আসল লক্ষ যে কোন প্রকারে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে না দেওয়া। আর তাই নিজেকে বিজেপি বিরোধী মুখ হিসাবে তুলে ধরতে মরিয়া মমতা ব্যানার্জি।

Comments :0

Login to leave a comment