কসবা কান্ডের ছায়া উত্তর দিনাজপুরের সূর্যাপুরে। সূর্যাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করে বিদ্যালয়ের অস্থায়ী কর্মী। ঘটনাটি ঘটে সোমবার। বাড়িতে ফিরে ওই নাবালিকা তার অভিভাবকদের পুরো বিষয়টি জানায়। এদিন ঘটনার প্রতিবাদে মনীষ অধিকারী নামে ওই অস্থায়ী কর্মীর দোকান ভাঙচুর করে জ্বালিয়ে দেয় গ্রামবাসীরা। এরপর তাঁরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা গেছে ওই অস্থায়ী কর্মী রাজ্যের শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী। শাসক দল পরিচালিত বিদ্যালয়ে পরিচালনা সমিতি তাকে অস্থায়ী কর্মী রূপে বিদ্যালয়ে নিয়োগ করে।
সূর্যপুর হাই স্কুলের পঞ্চম শ্রণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। সেই স্কুলেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন অভিযুক্ত। অভিযোগ, সোমবার স্কুল চলাকালীন লাইব্রেরিতে ডাইরি নিতে গিয়েছিল ছাত্রীটি। সেখানেই ওই অস্থায়ী কর্মী এই ঘটনা ঘটান। বাড়িতে গিয়ে পরিবারকে সবটা জানালে ঘটনাটি সামনে আসে। স্থানীয়দের অভিযোগ এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে এই ধরণের অনেক অভিযোগ উঠেছে। স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গেই তিনি এই ধরনের কাজ করেছে। সোমবার ওই ছাত্রীর অফিসে ডায়েরি আনতে গেলে অভিযুক্ত তাকে জড়িয়ে ধরে এবং গোপনাঙ্গে হাত দেয়। এবং শাসানো হয় বিষয়টি কাউকে বলা হলে তাকে ছাড়া হবে না।
এদিকে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘‘ওই অস্থায়ী কর্মীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি সোমবারই শুনেছি।’’ তবে কেন সেদিনই অভিযোগ দায়ের করা হয়নি প্রশ্ন তিনি বলেন, ‘‘আমরা বিষয়টি পরিচালনা সমিতির সবাইকে জানিয়ে তারপর থানায় জানানোর বিষয়টি ভেবেছিলাম। তার আগে জনরোষ দেখা দেয়। পুলিশ অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’’
Minor girl Physically Harassed
কসবা কান্ডের ছায়া উত্তর দিনাজপুরে, অভিযুক্ত স্কুলের অস্থায়ী কর্মী

×
Comments :0