Mob lynching

গাড়ি পার্কিং নিয়ে সমস্যা, বিজয়গড়ে পিটিয়ে মারা হলো যুবককে

কলকাতা

গাড়ি পার্কিং নিয়ে বিবাদ। সেই বিবাদ থেকে পিটিয়ে মারা হলো যুবককে। ঘটনা ঘটেছে যাদবপুরের বিজয়গড় এলাকায়। এলাকাবাসীদের দাবি নিহত জয়ন্ত সেন পেশায় ক্যাব চালক। প্রতিদিনের মতো লালকার মাঠের কাছে সে তার বাড়ির সামনে গাড়ি রাখছিলেন। সেই সময় একটি স্কুটির সাথে তার ধাক্কা লাগে। প্রথমে সেখানে ওই স্কুটিতে থাকা যুবক এবং তার সঙ্গীদের সাথে বচসা হয় জয়ন্তর। জানা যাচ্ছে যার স্কুটিতে ধাক্কা লাগে সেও ওই এলাকার বাসিন্দা। 
পুলিশ সূত্রে খবর তারপর তার গাড়ির নম্বরের সূত্র ধরে তার বাড়িতে এসে চড়াও হয় একদল যুবক। বাড়ি থেকে তাকে বাইরে রেব করে এনে বেপরোয়া ভাবে মারধর করা হয়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও মারধর করা হয়। 
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মাটিতে ফেলে চার পাঁচজন মিলে মারধর করছে জয়ন্তকে। পরিবারের দাবি ওই যুবক এবং তার সঙ্গীরা মদ্যপ অবস্থায় তাদের বাড়িতে চড়াও হয়। ক্ষতিপুরনের দাবি করা হয় জয়ন্তর কাছে। জয়ন্ত সেই টাকা দিতে রাজি হলেও চলতে থাকে আক্রমণ।
আহত অবস্থায় বুধবার রাতে কেপিসি হাসপাতালে ভর্তি করা হয় জয়ন্তকে। শনিবার দেখানেই তার মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে পেটে তার একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের কথায় আঘাতের কারণে তার দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তক্ষরণ হতে থাকে।

Comments :0

Login to leave a comment