অপারেশন সিঁদুরের পর দুদিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা আছে তার। এদিন সকাল ১০টায় ভাদোদারায় পৌঁছে একটি রোড সো করন প্রধানমন্ত্রী। তার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারের সদস্যরা। উল্লেখ্য অপারেশন সিঁদুরের পর কুরেশিকে নিশানা করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী। তাকে সন্ত্রাসবাদীদের বোন বলে চিহ্নিত করেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে চলছে তদন্ত। এই পরিস্থিতিতে কুরেশির পরিবারের সদস্যদের নিয়ে রোড শো করে প্রধানমন্ত্রী যে ফের একটি রাজনৈতিক বার্তা দিলেন তা অনেকেই মনে করছেন।
প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দুদিনের সফরে প্রায় ৮২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। ভুজে ৫৩ হাজার ৪১৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মোদী।
দাহোদে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প আনন্দ-গোধরা, মহেসাণা-পালনপুর, রাজকোট-হড়মতিয়া রেললাইনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। মঙ্গলবারও একাধিক প্রকল্পের উদ্ধোধন করবেন তিনি।
Comments :0