Md Salim Purulia

নবান্ন থেকে ছাপান্ন, দুজনকেই তাড়াতে চাইছে মানুষ : সেলিম

রাজ্য

‘‘তৃণমূল সরকার পঞ্চায়েত নির্বাচন করতে চাইছে না। কিন্তু আমরা চাইছি নির্বাচন হোক। চোর লুঠেরাদের সড়িয়ে মানুষের পঞ্চায়েত তৈরি করতে চাই। প্রয়োজন পড়লে সরকারকে বাধ্য করবো সংবিধান মেনে পঞ্চায়েত নির্বাচন করতে। নবান্ন থেকে ছাপান্ন, মোদী এবং দিদি। দুই সরকারকে মানুষ তাড়াতে চাইছে।’’

সোমবার পুরুলিয়ায় সাংবাদিক সম্মেলনে একথা বললেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিনের সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, ‘‘গ্রামে গ্রামে ব্লকে ব্লকে মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে মুখ খুলছেন। লাল ঝান্ডার ওপর মানুষ ভরসা করতে শুরু করেছে। তাই নবান্নে মমতা ব্যানার্জির সাথে বৈঠক করতে হচ্ছে অমিত শাহকে।’’ তিনি আরও বলেন, ‘‘নিজের বাঁচাতে তৃণমূল বিজেপির কাছে আত্মসর্ম্পন করেছে।’’ 

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। এই অস্ত্রের ফলে মৃত্যুও হয়েছে কয়েকজন সাধারন মানুষের। সেই প্রসঙ্গ টেনে সাংবাদিকদের প্রশ্ন সেলিম বলেন, ‘‘বগটুইয়ের পর মুখ্যমন্ত্রী ডিজিকে একমাসের মধ্যে সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে বলেছিল। কিন্তু কেনো তা হয়নি তার উত্তর পুলিশকে দিতে হবে।’’ সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক আরও বলেন যে, ‘‘মাওবাদীদের হাত ধরে রাজ্যে নিয়ে এসেছিল তৃণমূল। বহু সিপিআই(এম) কর্মী মাওবাদীদের হাতে মারা গিয়েছেন। তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল তৃণমূল। মাওবাদী নেতা কিষানজী শুভেন্দু অধিকারীকে যুব সেনাপতি বলেছিলেন। আজ মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের হাত ধরেই রাজ্যে বেআইনি অস্ত্র ভান্ডার তৈরি হয়েছে।’’

কয়েকদিন পূর্বে হুগলীতে বিজেপির মিছিলে সিপিআই(এম)’র পতাকা দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মানুষকে ভুল বোঝাতে এক যোগে প্রচার চালায় বিজেপি এবং তৃণমূল। এদিন সেই প্রসঙ্গ টেনে দুই দলকে আক্রমণ করেন সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক। মহম্মদ সেলিম বলেন, ‘‘লাল ঝান্ডার মিছিল দেখে ভয় পেয়েছে তৃণমূল এবং বিজেপি। তাই রাস্তা থেকে পতাকা চুরি করে টাকা দিয়ে মিছিলে নিজেদের লোকেদের হাতে লাল ঝান্ডা তুলে দিয়ে হাঁটাচ্ছে।’’ 

রাজ্যের বেহাল শিক্ষা ব্যাবস্থা নিয়ে সরকারকে আক্রমণ করেন মহম্মদ সেলিম। তার কথায়, গত দশ বছরে সুষ্ট ভাবে কোনো পরীক্ষা নিতে পারেনি তৃণমূল সরকার। তৃণমূল আমলে তছনছ হয়ে গিয়েছে গোটা শিক্ষা ব্যাবস্থা। উল্লেখ্য রাজ্যের একাধিক সরকারি স্কুল শিক্ষকের অভাবে ধুঁকছে। আবার কোথাও কোথাও স্কুল বন্ধ হয়ে গিয়েছে শিক্ষক না থাকার কারণে। সেই প্রসঙ্গ টেনেও সরকারের সমালোচনা করেছেন তিনি। 

সোমবারের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে এনআরসি এনপিআর নিয়ে প্রশ্ন করা হলে সেলিম বলেন, ‘‘যেই দেশের প্রধানমন্ত্রী নিজের স্নারক স্তরের কোন সংশাপত্র দেখাতে পারে না সেই দেশের আদিবাসী গরীব মানুষদের বলা হচ্ছে নাগরিকত্বের নথি দেখানোর।’’ তার কথায়, মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে, সরকারের বিরুদ্ধে মানুষ যাতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য নাগরিকত্বের আইনের কথা বলছে কেন্দ্রের বিজেপি সরকার। তিনি আরও যোগ করেন, ‘‘দুয়ারে সরকারের মাধ্যমে সাধারন মানুষের বিভিন্ন তথ্য সরকার জমা নিচ্ছে। যা এনপিআর’র কাজে ব্যাবহার করা হবে।’’    

Comments :0

Login to leave a comment