‘মন কি বাত’ অনুষ্ঠানে নানা সময়ে নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। রবিবারের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে দেশের মানুষ আশা করেছিলেন মণিপুরের পরিস্থিতি নিয়ে কিছু বলেবেন প্রধানমন্ত্রী। কিন্তু তেমনটা হল না। মনিপুর নিয়ে কিছুই বললেন না তিনি। অতীতেও দেশএর কোনও সমস্যা নিয়ে ‘মন কি বাত অনুষ্ঠানে’ বলেননি নরেন্দ্র মোদী। যেমন বলা যায় কুস্তিগিরদের আন্দোলন নিয়ে বরবারই মুখ বন্ধই রেখেছেন তিনি। মন কি বাত অনুষ্ঠানেও কুস্তিগীরদের নিয়েও কখনই কিছুই বলেননি। মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মৌনতাকে নিশানা করেছে কংগ্রেস।
মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে হিংসায় এদিন পর্যন্ত কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। নষ্ট হয়েছে সম্পত্তি। একেবারেই স্বাভাবিক নেই জন জীবন। অশান্তির জেরে আমদানি রপ্তানিও থমকে। রসুনের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। জারি রয়েছে ১৪৪ ধারা, তারপরও এই প্রসঙ্গে কথা নেই প্রধানমন্ত্রীর। কোনওভাবেই পরস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মেনে নিয়েছেন মণিপুরের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিং। তারপরেও কিছুই বললেন না প্রধানমন্ত্রী। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয় রাম রমেশ মন কি বাত অনুষ্ঠানের পর বলেন ‘মন কি বাতে তো অনেক কিছু বললেন কিন্তু মণিপুর নিয়ে নিরব কেন? বিপর্যয় মোকাবিলায় ভারতের ভূমিকা নিয়ে তো অনেক বললেন কিন্তু মণিপুরে মানব হিংসার ফলে যে বিপর্যয় নেমে এসেছে সেই প্রসঙ্গ কোথায়?’
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে কার্যত গুজরাটে ‘বিপর্যয়’কে ঠেকাতে সে রাজ্যের ও বিপর্যয় মোকাবিলা নিয়েই বলেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ২ মে মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে অশান্তি শুরু হয়। তারপর দীর্ঘ দেড় মাস কেটে গেলেও সেই সমস্যার সমাধান হয়নি উল্টে হিংসা বেড়েই চলেছে
Comments :0