Rekha Gupta

সমালোচনার মুখে মুখ্যমন্ত্রীর বাসভবনের টেন্ডার বাতিল করলো পিডব্লিউডি

জাতীয়

প্রশাসনিক কারণ দেখিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত’র বাসভবন সংস্কারের টেন্ডার বাতিল করলো পিডব্লিউডি। গত ৭ তারিখ এই টেন্ডার বাতিলের কথা জানানো হয়েছে। 
পিডব্লিউডি’র পক্ষ থেকে জানানো হয় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবন মেরামতি করার জন্য ৬০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জানানো হয়েছে ৪ জুলাই পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।
বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী থাকেন রাজ নিবাস মার্গে। একটি বাংলোয় তিনি থাকেন, অন্যটি ব্যবহার করেন প্রশাসনিক কাজের জন্য। ২৮ জুন যেই টেন্ডার ঘোষণা করা হয় তাতে বলা হয়েছে নতুন মুখ্যমন্ত্রীর বাসভবনে পাঁচটি টিভি বসবে যার মূল্য ৯ লক্ষ টাকার বেশি, ৭ লক্ষের বেশি টাকা খরচ করে বসানো হবে ১৪টি এসি, ৫ লক্ষ ৭৪ হাজার টাকা খরচ করে বসানো হবে  ১৪টি সিসিটিভি ক্যামেরা। মুখ্যমন্ত্রীর বাসভবনে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয় তার জন্য ব্যয় করা হবে ২ লক্ষ টাকা।  
এছাড়া ওয়াশিং মেশিনের জন্য ৭৭ হাজার টাকা, রিমোর্ট কন্ট্রোল সিলিং ফ্যানের জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা, ওটিজির জন্য ৮৫ হাজার টাকা, ডিশ ওয়াশারের জন্য ৬০ হাজার টাকা, গ্যাস ওভেনের জন্য ৬৩ হাজার টাকা, মাইক্রোওভেনের জন্য ৩২ হাজার টাকা এবং ৬টি গিজারের জন্য ৯১ হাজার টাকা উল্লেখ করা হয় টেন্ডারে। 
দিল্লি বিধানসভা নির্বাচনের সময় কেজরিওয়ালের তৎকালিন বাসভবনের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে লাগাতার আক্রমণ শানিয়েছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে বলেছিলেন যে বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে তারা শিস মহলকে মিউজিয়ামে পরিণত করবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর রেখা নিজেও জানিয়েছিলেন যে বিপুল টাকা ব্যয় করে তৈরি হওয়া শিস মহলকে তার সরকার মিউজিয়ামে পরিণত করবেন। কিন্তু পূর্ত দপ্তরের পক্ষ থেকে যেই টেন্ডার প্রকাশ করা হয়েছে তা দেখে অনেকের চোখ কপালে উঠেছে। যেই বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন নিয়ে লাগাতার প্রচার চালিয়েছে সেই বিজেপি এখন ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রীর বাসভবন মেরামতি এই বিপুল টাকা খরচ করছে।

Comments :0

Login to leave a comment