রেবন্ত রেড্ডিকেই মুখ্যমন্ত্রী পদে বেছে নিচ্ছে কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হতে পারে আরও দু’জনকে। মঙ্গলবার হায়দরবাদে বিধায়কদের সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দলের সূত্র।
দলের প্রদেশ সভাপতি রেবন্ত রেড্ডির নেতৃত্বেই তেলেঙ্গানায় ভোট লড়েছিল কংগ্রেস। কংগ্রেসের জাতীয় স্তরের কমিটি এআইসিসি’র পর্যবেক্ষকদের মধ্যে প্রধান দায়িত্ব নেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার।
মঙ্গলবার এক এক জন বিধায়ককে ডেকে মতামত জানতে চান কংগ্রেসের পর্যবেক্ষকরা। জানা গিয়েছে, বেশিরভাগই রেবন্ত রেড্ডির পক্ষে মত দিয়েছেন।
সামাজিক বিন্যাস বিচারে রেখে দলিত এবং অনগ্রসর অংশের দুই বিধায়ককে উপমুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হতে পারে। মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে বলে জানা গিয়েছে। বুধবার হবে শপথ অনুষ্ঠান।
Comments :0