১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আহত ২। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর রাজাপুর থানার কুলগাছিয়ার শ্রীরামপুরে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অভিষেক হাজরা(৩৮)। হাওড়া জয়পুর থানা এলাকার উত্তর খালনা গ্রামের বাসিন্দা। আহত রুপচাঁদ পাখিরা(৪৮) ও সৌমেন সানা(৩৫)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা অভিষেক মৃত বলে ঘোষনা করে। রুপচাঁদকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে সৌমেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোলকাতায় স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, এদিন বেলা ১১টা নাগাদ কুলগাছিয়ার শ্রীরামপুরে জাতীয় সড়কের পাশে কোলকাতামুখী লেনে একটি বালির লরি দাঁড়িয়ে ছিল। বাইকে করে অভিষেক ও সৌমেন কাজের জন্য কোলকাতামুখী লেন ধরে যাচ্ছিল। বাইক চালাচ্ছিল অভিষেক। একই সময় জাতীয় সড়ক সাইকেল নিয়ে পার হচ্ছিল রুপচাঁদ পাখিরা। বালির লরি দাঁড়িয়ে থাকায় অভিষেক ঠিক না দেখতে পেয়ে সাইকেল সহ রুপচাঁদ’কে সজোরে ধাক্কা মারে। পরে নিয়ন্ত্রন হারিয়ে পিছনে থাকা একটি চারচাকা গাড়ি বাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে চারচাকার নীচে বাইকটি পুরো ঢুকে যায়। দুর্ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে আনলে চিকিৎসকরা অভিষেক মৃত বলে ঘোষণা করেন। রুপচাঁদকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে সৌমেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। রাজাপুর থানার পুলিশ বালির লরি ও চালককে আটক করেছে।
Road Accident
উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

×
Comments :0