এবার কংগ্রেসের জাতীয় স্তর থেকে পাইলটের অনশন ধরনায় কড়া মনোভাব নেওয়া হয়েছে প্রথম থেকে। সোমবারই অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়ে দিয়েছেন গেহলট সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিরোধিতা অনুমোদন করা হচ্ছে না। কংগ্রেসের পর্যবেক্ষক সুখজিন্দর সিং রণধাওয়া পরিষ্কার বলেছেন যে পাইলটের অনশন কংগ্রেসের স্বার্থের বিপক্ষে। তাঁর সঙ্গে কোনও অভিযোগ নিয়ে আলোচনা করেননি পাইলট। ক্ষোভ থাকলে দলের ভেতর জানানো উচিত।
পাইলট বলছেন, বসুন্ধরা রাজের নেতৃত্বে চলা বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সরকার।
Comments :0