Salim

নিঃশর্ত মুক্তি দিতে হবে নিরাপদ সর্দার সহ বাকিদের : সেলিম

রাজ্য

নিরাপদ সর্দারের পাশে দাঁড়াতে বাঁশদ্রোনি থানায় যাচ্ছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিথ্যা অভিযোগে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁশদ্রোনি থানায় আটকে রাখা হয়েছে তাকে। তিনি বলেন, ‘‘নিরাপদ সর্দাররা রাজ্যকে নিরাপদ করার জন্য লড়াই করছেন তাদেরই আটক করা হচ্ছে। এই গ্রেপ্তারিতে বামপন্থীরা ভয় পায় না। বহু মিথ্যা মামলা এর আগে দেওয়া হয়েছে।’’   

রবিবার সংবাদিক সম্মেলনে সেলিম বলেন, ‘‘মানুষ চোর ধরার জন্য রাস্তায় নেমেছে। তৃণমূল তাতে ভয় পেয়েছে। মহিলারা নির্যাতীত হয়েছেন দিনের পর দিন। যারা দোষী তাদের আড়াল করে অপরাধীদের দিয়ে মিথ্যা এফআইআর করে নিরাপদ সর্দার সহ কয়েকজন গ্রামবাসীদের প্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে।’’

তিনি বলেন, ‘‘এফআইআর-এ অভিযোগ করা হয়েছে নিরাপদ সাত তারিখ শিবু হাজরাকে খুনের চেষ্টা করেছে প্ররোচনা ছড়িয়েছে। মিথ্যা কথা, সেদিন সে কলকাতায় রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। তারপর দিন বীরভূমে জান সংগঠনের কাজে।’’ 

সিপিআই(এম) রাজ্য সম্পাদক স্পষ্ট জানিয়েছেন যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের যদি আজ ছাড়া না হয় তাহলে রাজ্যের সর্বত্র পথে নামবেন বামপন্থী কর্মী সমর্থকরা।

ইতিমধ্যে থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। বাঁশদ্রোনি থানায় পৌঁছেছেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেছেন, আসলে লক্ষ্য দুটো। অপরাধীদের আড়াল করা এবং প্রতিবাদীদের ভয় দেখানো। পুলিশ বলছে নিরাপদ সর্দার আন্দোলন উসকেছেন। অন্যায়ের বিরুদ্ধে তো উনি ঠিক করেছেন।  আইনের লড়াই চলবে, রাস্তায় লড়াই চলবে। ’’

নিরাপদ সরদারের সঙ্গে আইনজীবীরা রয়েছেন, রয়েছেন তাঁর স্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন পার্টির নেতা এবং কর্মীর।

Comments :0

Login to leave a comment