মঙ্গলবার ফের আবার মণিপুরে হিংসা চলল। হিংসার ঘটনায় কমপক্ষে ৯ জন প্রাণ হারান এবং আহত আরও ৫। মেইতি-অধ্যুষিত ইম্ফল পূর্ব জেলা এবং উপজাতী সংখ্যাগরিষ্ঠ কাংপোকপি জেলার সীমানা বরাবর খামেনলোক এলাকা থেকে গুলি চালানোর খবর পাওয়া গেছে।
হিংসায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা খামেনলোক গ্রামের বেশ কয়েকটি বাড়িও পুড়িয়ে দিয়েছে।
বেলা ১টার দিকে, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত উগ্রপন্থীরা ইম্ফল পূর্ব জেলা এবং কাংপোকি জেলার সীমান্তবর্তী খামেলোক এলাকার গ্রামবাসীদের ঘিরে ফেলে এবং আক্রমণ শুরু করে, পুলিশ পিটিআইকে জানিয়েছে।
ইতিমধ্যে, ইম্ফলে কারফিউয়ের সময় বদল করা হয়েছে, এখন সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কার্যকর হবে। এর আগে সোমবার খামেনলোক এলাকায় উগ্রবাদী ও গ্রামের স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্দুক হামলায় নয়জন আহত হন।
মঙ্গলবার বিষ্ণুপুর জেলার ফৌগাকচাও ইখাইতে কুকি উগ্রবাদী সঙ্গে নিরাপত্তা বাহিনী গুলির লড়াই করেছে, তারা জানিয়েছে।
Comments :0