INSAAF BRIGADE RALLY

হতে চায় ইঞ্জিনিয়ার, বাবার সঙ্গে ব্রিগেডে সুয়ম্বয়

রাজ্য কলকাতা

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS md salim DYFI BRIGADE RALLY

ব্রিগেডের মাঠে আলাপ সুয়ম্বয় চ্যাটার্জির সঙ্গে। হাবরার বেড়গুম অঞ্চলের এসএফআই কর্মী। ক্লাস টেনের ছাত্র। বাবা সুরঞ্জন চ্যাটার্জির সঙ্গে ব্রিগেডে এসেছে। হাবরা হাইস্কুলের ছাত্র। সুয়ম্বয় জানিয়েছে, ক্লাস টেনের পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিতে চায়। 

কেন ব্রিগেডে এসেছ তুমি? এই প্রশ্নের উত্তরে সুয়ম্বয় জানাল, এই সরকার তো চোর। স্কুলের স্যারেদের চাকরি চুরি করেছে। আমাদের সব সাবজেক্টের টিচার নেই। স্কুলবাড়ির মেরামত হয়না ঠিক করে। তাই এই সরকারকে পালটাতে হবে। 

সুয়ম্বয়কে জিজ্ঞাসা করা হল, তুমি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও, কিন্তু রাজ্যে তো কারখানা নেই। সব বন্ধ। তাহলে চাকরি করবে কোথাও?

ক্লাস টেনের পড়ুয়ার ছোট্ট জবাব, ওই জন্যই তো তৃণমূলকে হারানো দরকার। যাতে আমাকে বাইরের রাজ্যে মা-বাবাকে ছেড়ে চাকরি করতে যেতে না হয়। এই রাজ্যেই যাতে কারখানা তৈরি হয়। আমি সেখানে ইঞ্জিনিয়ারের চাকরি করতে চাই। 

Comments :0

Login to leave a comment