কেন ব্রিগেডে এসেছ তুমি? এই প্রশ্নের উত্তরে সুয়ম্বয় জানাল, এই সরকার তো চোর। স্কুলের স্যারেদের চাকরি চুরি করেছে। আমাদের সব সাবজেক্টের টিচার নেই। স্কুলবাড়ির মেরামত হয়না ঠিক করে। তাই এই সরকারকে পালটাতে হবে।
সুয়ম্বয়কে জিজ্ঞাসা করা হল, তুমি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও, কিন্তু রাজ্যে তো কারখানা নেই। সব বন্ধ। তাহলে চাকরি করবে কোথাও?
ক্লাস টেনের পড়ুয়ার ছোট্ট জবাব, ওই জন্যই তো তৃণমূলকে হারানো দরকার। যাতে আমাকে বাইরের রাজ্যে মা-বাবাকে ছেড়ে চাকরি করতে যেতে না হয়। এই রাজ্যেই যাতে কারখানা তৈরি হয়। আমি সেখানে ইঞ্জিনিয়ারের চাকরি করতে চাই।
Comments :0