Anup Ghoshal

প্রয়াত গায়ক অনুপ ঘোষাল

রাজ্য

প্রয়াত বিশিষ্ট গায়ক অনুপ ঘোষাল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগ ছিলেন। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে তাঁর পারদর্শীতা লক্ষ করা গিয়েছে।

সত্যজিৎ রায়ের পরিচালিত গুপি গাইন – বাঘা বাইন সিনেমায় কন্ঠ দিয়েছিলেন তিনি। ‘এক যে ছিল রাজা তার ভারি দুখ’, ‘মহারাজা তোমারে সেলাম’ এর মতো তার গাওয়া গান আজও জনপ্রিয়। এদিন নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

অতীতে তিনি তৃণমূলে যোগদান করেন এবং বিধায়ক নির্বাচিত হন।

Comments :0

Login to leave a comment