Student's union election

ছাত্রদের সমর্থনে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান সুজন চক্রবর্তীর

রাজ্য

‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ সঙ্গত। রাজ্যের কলেজে বিশ্ববিদ্যলায়ে ছাত্র নির্বাচন হওয়া জরুরী আমরা আশা করবো গনতান্ত্রিক শিক্ষা অনুরাগী সব মানুষ এই দাবির পক্ষে থাকবে। জানুয়ারি থেকে এই দাবি জোড়ালো হওয়া দরকার।’’

শনিবারে সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন সুজন চক্রবর্তী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘‘কার্যত স্টিম রোলার চালাচ্ছেন উপাচার্য। রবীন্দ্রনাথে ভাবাদর্শে তৈরি বিশ্ববিদ্যালয়ের সর্বনাশ করছেন। শিক্ষক শিক্ষাকর্মী ছাত্র সবাই বাদ। তিনি একাই সব। রাজ্যের তৃণমূল সরকার শিক্ষা ক্ষেত্রে যে অগনতান্ত্রিক পরিবেশ কায়েম করেছে তাতে উৎসাহিত হচ্ছে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।’’ 

শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রীরা। 

চক্রবর্তী বলেন, ‘‘মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা নিজেরাই সুষ্টু ভাবে নির্বাচন পরিচালনা করেছেন। নবান্নের আপত্তিতে কর্তৃপক্ষ সেই নির্বাচন বাতিল করেছে। ২০১৬-১৭ র পর থেকে রাজ্যের কলেজ গুলিতে ছাত্র সংসদ নির্বাচন নেই। ২০১৯ সালে যাদবপুর এবং প্রেসিডেন্সির নির্বাচনে তৃণমূলকে খুঁজে পাওয়া গেলো না। তারপর সব বন্ধ।’’

চক্রবর্তীর অভৌযোগ নির্বাচন না করে ছাত্রদের টাকার বনিয়ে চরম দূর্নীতি হচ্ছে কলেজে কলেজে। তিনি বলেন, ‘‘ভর্তির সময় ছাত্র ছাত্রীদের থেকে ছাত্র সংসদের জন্য টাকা নেওয়া হয়। কলেজ কর্তেপক্ষ তৃণমূলের হাতে এই টাকা তুলে দিচ্ছে। নির্বাচিত ছাত্র সংসদ ছাড়া এভাবে টাকা দেওয়া যায় না। টাকার বখরা নিয়ে কলেজে কলেজে তৃণমূলেরই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মারামরি হচ্ছে। অন্য কোন ছাত্র সংগঠন থাকছে না। অথচ কলেজে কলেজে প্রতিদিন মারামারি হচ্ছে। আসলে কে কতোটা টাকার দখল নবে তা নিয়েই বিবাদ। ভর্তির সময় কে প্রভাব খাটিয়ে ছাত্র ছাত্রীদের থাকে টাকা আদায় করবে তা নিয়ে এই লড়াই। 

একাই ভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ছাত্র আন্দোলনের প্রাক্তন সর্বভারতীয় স্তরের প্রাক্তন নেতা। তিনি বলেন, ‘‘ছাত্র আন্দোলনের নেতা ছাত্র ফেডারেশনেরও নেতা। আদালতের অনুমতির পরেও তাকে ক্লাস করতে দেওয়া হলো না। অধ্যাপক আন্দোলনের নেতাকে কার্যত বরখাস্ত করা হয়েছে। কল্পনা করা যায় উদপাচার্য ছাত্রদের দিকে ঢিল ছুঁড়ছেন।’’

এদিন তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন ছাত্র ছাত্রীদের দাবির সমর্থনে এগিয়ে আসার জন্য।    

Comments :0

Login to leave a comment