গ্রীষ্মের ছুটি পড়ছে সুপ্রিম কোর্টে খুলছে ১১ জুন। তার আগে মঙ্গলবার বিলকিস বানোর ধর্ষণকারীদের গুজরাট সরকার যে আগাম মুক্তি দিয়েছে তার বিরুদ্ধে দাখিল হওয়া একাধিক আবেদনের শুনানীতে নয়া নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন বিলকিস বানোর পক্ষের আইনজীবী আদালতকে জানায় যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে ১ জন নিখোঁজ। গুজরাটের দাহোদ জেলার প্রদীপ রামনলাল মোধিয়ার নোটিস দেওয়া সম্ভব হয়নি কারণ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে আদালতকে জানায় আবেদনকারী। তারই ভিত্তিতে এদিন আদালত মোধিয়ার বিরুদ্ধে পুনরায় নতুন নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি দুটি গুজরাটি সংবাদ পত্রেও ওই ব্যক্তির বিরুদ্ধে পাবলিক নোটিস দিতে বলেছে সুপ্রিমকোর্ট।
বিচারপতি বিভি নাগারত্ন, কেএম জোসেফ এবং বিচারপতি এহেসানুদ্দিন আমানুল্লার বেঞ্চে গুজরাট প্রশাসনের বিরুদ্ধে বিলকিস বানোর করা মামলার শুনানী চলছে। ২০০২ গুজরাট গণহত্যার শিকার বিলকিস বানোর পরিবার। ১১ জন ব্যক্তি বিলকিস বানোর পরিবারের সদস্যদের হত্যা করে। এমনকি বিলকিসের ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করে তার চোখের সামনেই। তারপর তারা দলবদ্ধভাবে ধর্ষণ করে বিলকিসকে। সেই ১১ জনকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে গত বছর ১৫ আগষ্ট মুক্তি দেয় গুজরাট সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয় বিলকিস বানো। গুজরাট সরকারের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন বানো। সেই মামলারই শুানানী চলছে আদালতে
Comments :0