Subhendu Adhikary

এফআইআর: শুভেন্দুর জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

রাজ্য

এফআইআর ঠেকাতে জরুরি শুনানির আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জরুরি শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। 

কলকাতা হাইকোর্ট শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের বাধা তুলে নিয়েছে। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান শুভেন্দু। ৪ আগস্ট শুনানির দিন ঠিক হয়ে আছে। পঞ্চায়েত ভোটে প্ররোচনা মূলক ভাষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে।

বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবী বাঁশুরি স্বরাজ জরুরি শুনানির আবেদন জানান। তিনি আদালতে বলেন, জরুরি শুনানি না হলে সমস্যায় পড়তে পারেন শুভেন্দু। স্বরাজ বলেন, এর আগে হাইকোর্ট শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর দায়েরে নিষেধাজ্ঞা জারি করেছিল। শীর্ষ আদালত তা বহাল রাখে। হাইকোর্ট অপেক্ষা করবে সুপ্রিম কোর্টের রায়ের। 

কিন্তু বিচারপতি সঞ্জয় কিষান কল বলেন যে ৪ আগস্ট শুনানি ঠিক করা আছে। তারিখ বাতিল করা যাবে না।

Comments :0

Login to leave a comment