প্রাথমিকে নিয়োগে ফের স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিসন বেঞ্চ নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে। প্রাথমিকে ১২ হাজার নিয়োগের ঘোষণা করা হয়েছিল পর্ষদের পক্ষ থেকে। সেই নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
২০২২ সালে হওয়া টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে ২০২০-২২ সালে ডিএলএড এর প্রশিক্ষন নেওয়া চাকরি প্রার্থীরা নিয়োগের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে তারাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। যদিও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিসন বেঞ্চ সেই নির্দেশকে খারিজ করে দেয়। ডিভিসন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডিএলএড প্রশিক্ষন নেওয়া চাকরি প্রার্থীরা। এদিন সেই মামলার ভিত্তিতেই আপাতত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
Primary recruitment
প্রাথমিকে ১২ হাজার নিয়োগে স্থগিতাদেশ
×
Comments :0