মঙ্গলবার সাড়ে দশটা নাগাদ সিউড়ির শোভাবাজারে ভারতীয় স্টেস্ট ব্যাঙ্ক খুলতেই আগ্নেয়াস্ত্র নিয়ে ৬ জন ঢুকে পরে। ঢুকেই ব্যাঙ্কের দুজন আধিকারিককে বাথরুমে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর ব্যাঙ্ক জুড়ে ঘুরে বেড়ায় দুষ্কৃতিরা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে একটি হার্ড ডিক্স খোয়া গিয়েছে। এছাড়া, নগদ ২৫ লক্ষ টাকা লুঠ হয়েছে। এমনকি, ভল্ট ভাঙার চেষ্টাও করে দুষ্কৃতিরা। ১৫ মিনিটের মধ্যে সম্পূর্ণ অপারেশন শেষ করে চম্পট দেয় ৬ জন ডাকাত। খবর পেয়ে প্রথমে সিউড়ি থানার পুলিশ আসে ঘটনাস্থলে৷ পরে জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় নিজে ব্যাঙ্কে এসে খতিয়ে দেখেন সিসি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য জায়গা।
তবে আরও টাকা খোয়া গিয়েছে কিনা, বা অন্য কোন নথি খোয়া গিয়েছে কিনা খতিয়ে দেখছেন ব্যাঙ্ক আধিকারিকেরা ও পুলিশ। তবে দিনে দুপুরে ভারতীয় স্টেট ব্যাঙ্কে বড়সড় ডাকাতির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "তদন্ত চলছে। আমরা সবটাই খতিয়ে দেখছি। তারপর বিস্তারিত বলতে পারব।"
Comments :0