চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাটটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের গৌড়ী গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে। গ্রামবাসীদের সুত্রে গেছে জানা গিয়েছে, মৃতের নাম রহিম শেখ(৫২)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে পাম্পসেট চুরির অভিযোগে গণপিটুনিতেই মৃত্যু হয়েছে পঞ্চাশ উর্ধ্বে ওই ব্যক্তির। ঘটনায় মুল অভিযুক্তরা পালিয়ে গেলেও পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠেছে গ্রামের মানুষের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে রহিম সেখ নিজের জমিতে গেলে এলাকার বাসিন্দা মহম্মদ শামিম ও আশেপাশের লোকজন পাম্পসেট চুরির অভিযোগে চোর সন্দেহে তাঁকে ব্যাপক মারধর শুরু করে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে।
গ্রামবাসীদের দাবি, শত্রুতার জেরে তাকে বাঁশ লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় ১৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা চলছে, এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
Beaten to Death
চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ রায়গঞ্জে
×
Comments :0