Drowned

শিবপুরে গঙ্গায় নেমে তলিয়ে গেল কিশোর

জেলা

Drowned


বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে তলিয়ে গেল এক নাবালক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল নাগাদ হাওড়ার শিবপুর গঙ্গার ঘাটে। জানা গেছে ওই কিশোরের নাম ধরম সাউ। হাওড়ার শিবপুরের বাসিন্দা। ঘটনার পর শিবপুর থানার পুলিশ বিপর্যয় মোকাবিলা দল এবং ডুবুরিকে খবর দেয়। জলে তল্লাশি চালিয়ে পরে তার দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, চার বন্ধু মিলে এদিন স্নান করতে যায় শিবপুর গঙ্গার ঘাটে। হঠাৎ তিন বন্ধু দেখতে পায় ধরম তাদের সঙ্গে নেই। 

বিষয়টি ঘাটের আশেপাশে থাকা লোকজনের নজরে পড়ে গেলে কয়েকজন সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করে। খবর যায় শিবপুর থানায়। পুলিশ বিপর্যয় মোকাবিলা দল এবং ডুবুরিকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে ধরম সাউয়ের দেহ উদ্ধার করে। কিশোরের দেহ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাওড়া হাসপাতালে ডাক্তারেরা পরীক্ষা করে দেখেন ওই যুবক মারা গেছে এবং তারাই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা শোনার পরে পরিবার আত্মীয়রা মৃতদেহ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান পুলিশ বাধা দিলে কর্ণপাত করেন না পরিবারের লোকেরা। দেহ নিয়ে টোটো করে বাড়ির উদ্যেশ্যে রওনা দেয় বলে অভিযোগ।

Comments :0

Login to leave a comment