Visva Bharati

অমর্ত্য সেনের স্বপক্ষে ফেসবুকে পোস্ট, ফের সাসপেন্ড বিশ্বভারতীর ছাত্র

রাজ্য

Visva Bharati


নোবেলজয়ী অমর্ত্য সেনের পক্ষে সরব হওয়ায় ফের উপাচার্যর রোষানলে বিশ্বভারতীর ছাত্রনেতা সোমনাথ সৌ। ঠিক পরীক্ষার আগে পল্লীশিক্ষা ভবনের পড়ুয়া সোমনাথ সৌকে একটি সেমিস্টার থেকে সাসপেন্ড করার নির্দেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অজুহাত, একটি জমি সংক্রান্ত তথ্য ফেসবুকে পোস্ট করে সোমনাথ দাবি করেছিল অমর্ত্য সেন জমি দখলকারী নন। তাই তাঁকে সম্পূর্ণ একটি সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে দাবি বিশ্বভারতীর। এই ছাত্রকে আগেও উপাচার্য বিরোধী আন্দোলন করার জন্য বহিষ্কার করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুনরায় ভর্তি নিতে হয়েছিল কর্তৃপক্ষকে। 

সোমনাথ সৌ বলেন, "অমর্ত্য সেনের হয়ে পোস্ট করেছিলাম। পাঁচ মাস ধরে তদন্ত কমিটি বসিয়েছিল। ঠিক পরীক্ষার আগে আমাকে সাসপেন্ড করল। যাতে আমি এই সেমিস্টারের পরীক্ষা দিতে না পারি। এর আগেও এমন করেছে। ফের আইনী পদক্ষেপ নিতে হবে।"

 

Comments :0

Login to leave a comment