WEATHER

বৃষ্টি রাজ্যের সর্বত্র, নামল সর্বোচ্চ তাপমাত্রা

রাজ্য

উত্তরে মালবাজার থেকে দক্ষিণে মায়াপুর- সর্বত্রই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝিরঝিরে বৃষ্টি হবে। তবে আবহাওয়া দপ্তর কোনও সতর্কতা জারি করেনি। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দার্জিলিঙে হালকা বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও তুষারপাত হতে পারে। কালিংপঙে হালকা বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি। 

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৬ ডিগ্রি কমার সম্ভাবনা জানানো হয়েছে। ২০.৩ ডিগ্রি সেলসিয়াস হবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি, হবে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। 

Comments :0

Login to leave a comment