STOCK MARKET CRASH

১৬ মাসে সবচেয়ে বড় পতন শেয়ার বাজারে

জাতীয়

১৬ মাসে জঘন্যতম! শেয়ার বাজারের সূচক একদিনে ১৬০০ বিন্দু নেমে গিয়েছে। একদিনে এর চেয়ে বড় পতন হয়েছে ২০২২’র ১৬ জুন। 

শেয়ার বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার পড়ে যাওয়ায় পতন হয়েছে শেয়ার সূচক বিএসই সেনসেক্সের। অপর সূচক ‘নিফটি৫০’-র পতনও হয়েছে বুধবার। এইচডিডিএফসি’র নিট সুদ ব্যবধান বা এনআইএফ’র হার ৩.৪ শতাংশ থাকায় বিনিয়োগকারীরা অখুশি বলে জানাচ্ছেন তাঁরা। কোনও আর্থিক লগ্নি সংস্থায় সুদ বাবদ প্রাপ্তি এবং প্রদেয় সুদের ব্যবধান মাপা হয় এই সূচকে। 

নিফটির সূচকে ধাক্কার কারণ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএপসি ফার্স্ট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারে পতন। ২ থেকে ৪ শতাংশ করে দাম পড়েছে এই সব শেয়ারের। 

অর্থনীতিবিদদের একাংশ বলেছেন ঋণ এবং আমানতের অনুপাত রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত সীমার বেশি হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। যার দরুন শেয়ার বেচে দেওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে। 

Comments :0

Login to leave a comment