India China

কৈলাসযাত্রা ফের চালু সম্ভাবনা জয়শঙ্কর-ওয়াঙ বৈঠকে

আন্তর্জাতিক

রিও ডি জেনেরোতে সম্মেলনের মাঝে বৈঠকে এস জয়শঙ্কর এবং ওয়াঙ ই।

জি-২০ শীর্ষ সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারত ও চীনের দুই বিদেশমন্ত্রী। এস জয়শঙ্কর-ওয়াঙ ই বৈঠকে দু‘দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ফের চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। 
কৈলাশ-মানস সরোবর যাত্রাও ফের চালু করার সম্ভাবনা নিয়ে বার্তালাপ হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
গত মাসে রাশিয়ার কাজানে ‘ব্রিকস’ গোষ্ঠীর সম্মেলনের মাঝে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙ। লাদাখ সীমান্তে সামরিক উত্তেজনা প্রশমনে পদক্ষেপের সিদ্ধান্ত হয় বৈঠকে।
লাদাখে সামরিক সজ্জা স্বাভাবিক করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবারই প্রথম বৈঠক করলেন দুই দেশের বিদেশমন্ত্রীরা।
২০২০-তে কোভিড সংক্রমণ পরিস্থিতিতে বন্ধ করা হয়েছিল সরাসরি বিমান। বন্ধ করা হয় কৈলাশ-মানস সরোবর যাত্রাও। ওই বছরেরই মে-তে গালওয়ানে ভারত এবং চীনের সেনাদের সংঘাত হয়। দু’পক্ষেই সেনারা হতাহত হওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা চরমে ওঠে। সীমান্ত অঞ্চলে সামরিত তৎপরতা বৃদ্ধি পায়। ফলে বিমান সংযোগ বা কৈলাসযাত্রা চালু হয়নি সংক্রমণজনিত পরিস্থিতি কেটে যাওয়ার পরও।
ভারতীয় বিদেশমন্ত্রক বিবৃতিতে অনুযায়ী রিও’র বৈঠকে জয়শঙ্কর দু‘দেশের সম্মতি এবং অসম্মতি উভয়েরই একাধিক ক্ষেত্র থাকার উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘ব্রিকস’ এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে ভারত গঠনমূলক ভূমিকা নিয়েছে। জি-২০ সম্মেলনেও সমন্বয়ের লক্ষ্যে গঠনমূলক ভূমিকা নিচ্ছে।
জয়শঙ্কর বলেছেন, ভারত বহুমেরু বিশ্বের পক্ষে। বহুমেরু সম্পন্ন এশিয়ার পক্ষে। বিদেশনীতিতে স্বাধীন চিন্তা এবং পদক্ষেপের পক্ষে। একতরফা পদক্ষেপের বিপক্ষে। অন্য দেশের নীতির নিরিখে ভারত বিদেশনীতি ঠিক করে না। 
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়াঙ বলেছেন যে দেশের দু’দেশের সম্পর্কে নতুন শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। দু‘দেশের জনগণের পক্ষে এই সম্ভাবনা ইতিবাচক।
পর্যবেক্ষকদের একাংশের অনুমান, আমেরিকায় নতুন পরিস্থিতি দু’দেশেরই অবস্থানকে প্রভাবিত করছে। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি পদে দায়িত্ব নিয়ে বাণিজ্যে বিধিনষেধ চালু করতে চলেছেন। চীন বাইডেন প্রশাসনের সময়েও কড়া নিষেধাজ্ঞার মুখে পড়েছে। দ্বিপাক্ষিক লেনদেনে জোর দিতে চাইছে দুই দেশই। 
    
 

Comments :0

Login to leave a comment