yellow monitor lizard

জলপাইগুড়ি শহরে উদ্ধার ইয়েলো মনিটর লিজার্ড

জেলা

জলপাইগুড়িতে ইয়েলো মনিটর লিজার্ড উদ্ধার করলেন পরিবেশ কর্মী বিশ্বজিত দত্ত চৌধুরী।

ইয়েলো মনিটর লিজার্ড উদ্ধার হলো জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের দিন বাজার লোকালয় থেকে ইয়েলো মনিটর লিজার্ডটি উদ্ধার করেন পরিবেশ কর্মী বিশ্বজিত দত্ত চৌধুরী।
উল্লেখ্য, এর আগেও শহর লাগোয়া এলাকা থেকে বন বিভাগের বিশেষ তালিকা ভুক্ত এই প্রাণীটি উদ্ধার করা হয়েছে। বিশ্বজিত দত্ত চৌধুরী জানান, নগরায়নের জেরে এই প্রাণীদের বসবাসের পরিবেশে ব্যাঘাত ঘটছে নিত্যদিন। যে কারণে জঙ্গল ছেড়ে গৃহস্থের ঘরে আশ্রয় নিতে দেখা যাচ্ছে হামেশাই ইয়েলো মনিটর লিজার্ড সহ অন্যান্য লুপ্তপ্রায় প্রাণীদের। তবে পরিবেশের স্বার্থেই এমন প্রাণীদের জীবিত রাখতে হবে আমাদের। ইয়েলো মনিটর লিজার্ডটি উদ্ধার করে তিনি বন দপ্তরের হাতে তুলে দেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন