FPI Take out

ফল ঘোষণার পরই সরেছে ১৪,৮০০ কোটির বিনিয়োগ

জাতীয়

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ১৪ হাজার ৮০০ কোটি টাকা তুলে নিয়েছে। ভারতের শেয়ার বাজারে ধস নামে ভোটের ফল ঘোষণার পর। ৭ জুন পর্যন্ত মিলেছে এই হিসেব।
তার আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শেয়ার বাজারে টাকা খাটানোর পরামর্শ দিয়েছিলেন। বিষয়টিতে ৩০ লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগ তুলে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। 
শেয়ার বাজারের হিসেব জানাচ্ছে মে-তে, লোকসভা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই, বাজার থেকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা তুলে নেয় ২৫ হাজার ৫৮৬ কোটি টাকা। এপ্রিলে তুলে নিয়েছিল ৮ হাজার ৭০০ কোটি টাকা।
লোকসভা নির্বাচনের ফলাফল সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। পাশাপাশি চীনের শেয়ার বাজারে বিভিন্ন সম্পদের মূল্য বাড়তে থাকে। ফলে ভারত থেকে তুলে চীনেও কিছু বিনিয়োগ গিয়েছে বলে জানাচ্ছে এই অংশ।
মার্চে ভারতের বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ এসেছিল ৩৫ হাজার ৯৮ কোটি টাকার। ফেব্রুয়ারিতে এসেছিল ১৫৩৯ কোটি টাকা। তার আগে জানুয়ারিতে আবার বেরিয়ে গিয়েছিল ২৫, ৭৪৩ কোটি টাকার বিনিয়োগ। 
নির্বাচনের ফলাফল এবং তার আগে বুথফেরত সমীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ তুলেছে কংগ্রেস। নির্বাচনে ভোট নেওয়ার প্রক্রিয়ায় শেয়ার বাজারে সূচক পড়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আবার শেয়ার বাজারে টাকা রাখার পরামর্শ দিয়ে বলেছিলেন, ৪ জুনের পর সূচক ওপরে উঠবে। 
১ জুন শেষ দফার ভোট নেওয়ার দিনই বিভিন্ন ‘এক্সিট পোল’-র অনুমান দেখাতে থাকে টিভি চ্যানেলগুলি। ৪ জুন ভোট গণনার দিন দেখা যায় একেবারেই মেলেনি ‘মোদী চারশো পার’ অনুমান। বুথফেরত সমীক্ষাকে মোদীর নির্দেশে বানানো ভুয়ো বলেছে বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চ।
শেয়ার বাজার পড়ে যাওয়ায় বহু ছোট এবং সাধারণ বিনিয়োগকারীর সম্পদের মূল্য কমেছে।

Comments :0

Login to leave a comment