Kursk Russia

ইউক্রেনের সেনা হটিয়ে কুর্স্ক দখলে আনার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

কুর্স্কের সুদঝানস্কি জেলায় রাশিয়ার সেনা। রাশিয়ার সংবাদমাধ্যমে ছবি।

ইউক্রেনের দখল থেকে কুর্স্ক মুক্ত করার দাবি জানালো রাশিয়া। কুর্স্কের সংঘাতের কেন্দ্রে থাকা সুদঝা এবং আরও দু’টি এলাকা থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে হটিয়ে দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, একদিনে ইউক্রেনের ৩৪০ সেনার মৃত্যু হয়েছে সংঘাতে। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘তাস’ জানাচ্ছে, সুদঝার পাশাপাশি মেলোভয় এবং পোডোল মুক্ত করেছে রাশিয়ার সেনা।
চলতি সপ্তাহেই ইউক্রেন ঝাঁকে ঝাঁকে ড্রোন ছোঁড়ে রাসইয়ার বিভিন্ন অঞ্চলে। এমনকি রাজদাণী মস্কো লক্ষ্য করেও ছুটে এসেছে ড্রোন। রাশিয়ার সামরিক বাহিনীর দাবি সব মিলিয়ে বিভিন্ন অঞ্চলে ৩৪৭টি ড্রোনকে ধর্বংস করা গিয়েছে। ড্রোন হামলা হয় কুর্স্কেও। 
সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছে যে কুর্স্কে সুদঝায় রাশিয়ার দখল গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সেনা এখানেই সবচেয়ে বেশি শক্তির সমাবেশ করেছিল। 
রাশিয়ার দাবি, সুদঝা সহ কুর্স্কের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ জন নিরস্ত্র নাগরিককে উদ্ধার করা হয়েছে। 
৭ মাস আগে ইউক্রেন এবং তার মদতদাতা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সাফল্য ছিল কুর্স্ক অঞ্চলকে দখলে আনা। ঝটিতি হামলায় ইউক্রেনের বাহিনী হটিয়ে দিয়েছিল রাশিয়ার সেনাকে। গত বছরের সেপ্টেম্বরে কুর্স্কে পুরোপুরি কর্তৃত্ব কায়েম করে ইউক্রেন। 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইউক্রেনের ডনবাসে রাশিয়ার বাহিনী ঢুকেছিল ধীরে, ভারী সামরিক সরঞ্জাম নিয়ে। কুর্স্কে ঠিক উলটো কৌশল নিয়েছে। দ্রুত এবং আচমকা আক্রমণে শত্রুপক্ষকে হতবাক করে দেওয়াই ছিল কৌশল। ইউক্রেনের সরঞ্জাম সরবরাহের ‘পাইপলাইন’-এ চালানো হয় হামলা। 
এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র জানিয়েছেন যে আমেরিকার প্রতিনিধিদল পা দিয়েছে মস্কোয়। জানা গিয়েছে স্টিভ উইটকফকে বিশেষ প্রতিনিধি করে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

Comments :0

Login to leave a comment