Winter session Parliament

৫৬ ঘন্টায় ২৫টি বিল, তীব্র অসন্তোষ বিরোধীদের

জাতীয়

৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালিন অধিবেশন। ছুটির দিন গুলি বাদ দিলে সংসদ বসবে মাত্র ১৭ দিন। তার মধ্যে ২৫টি বিল পাশ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সূচিও সেই ভাবে তৈরি করা হয়েছে। কোয়েসচেন আওয়ার, জিরো আওয়ার বাদ দিয়ে হাতে থাকবে ৫৬ ঘন্টা। সেই সময় যে শুধু বিল গুলির অপর আলোচনা হবে তা নয়। বাকি বিভিন্ন বিষয়ের ওপরেও চলবে আলোচনা। 

রাজ্যসভায় কংগ্রেসের মুখ্য সচেতক ফৈয়দ নাসির হুসেন এই বিষয় বলেছেন যে, ‘গত ৬ ডিসেম্বর সর্বদলীয় বৈঠকে এতো কম সময়ের মধ্যে এতো বিল পাশ করানোর পরিকল্পনা যে সরকার নিয়ে তা তারা জানায়নি। পরে সূচি পেশ হলে বিষয়টি জানা যায়। যে ভাবে সূচি তৈরি করা হয়েছে তাতে একটি বিলের ওপরেও কোন আলোচনা করার সুযোগ নেই।’

বিরোধী দল গুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে, এভাবে গুঁতিয়ে বিল পাশ হলে গণতান্ত্রিক কাঠামোর ক্ষেত্রেই তা ক্ষতিকর। 

Comments :0

Login to leave a comment