১০ লক্ষ কোটি টাকা খরচ করে ২৫ হাজার কিলোমিটার লম্বা দুই লেন জাতীয় সড়ককে চার লেন করা হবে বলে বৃহস্পতিবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি দাবি করেছেন যে এর ফলে জাতীয় সড়কে পথ দুর্ঘটনার সংখ্যাও কমবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে এছাড়াও ১৬ হাজার কিলোমিটার জাতীয় সড়ক ছয় লেনের করা হবে। তার জন্য খরচ হবে ৬ লক্ষ কোটি টাকা।
কয়েকদিন আগে গড়কড়ি জানিয়েছিলেন যে প্রতি বছর দেশে গড়ে ৪ লক্ষ ৮০ হাজার পথ দুর্ঘটনা হয়। আক্রান্ত মধ্যে ১,৮৮,০০০ জনের বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে। আগামী ২০৩০ এর মধ্যে এই পথ দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য তাঁর মন্ত্রকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
লোকসভায় তিনি জানিয়েছেন জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সড়ক উন্নয়নের জন্য বেশি জোর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। গড়কড়ি বলেন, জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। ৩৬টি টানেলের মধ্যে ২২টির কাজ শেষ হয়েছে। সবকটির কাজ সম্পূর্ণ হলে জম্মু থেকে শ্রীনগর যেতে সময় লাগবে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা, বর্তমানে যা লাগে সাত ঘন্টা।
Nitin Gadkari
জাতীয় সড়ক উন্নয়নে ১০ লক্ষ কোটি খরচ করবে কেন্দ্র : গড়কড়ি

×
Comments :0