ফ্রান্স থেকে ২৭৬ জন ভারতীয়কে নিয়ে মুম্বাই পৌঁছলো বিশেষ বিমান। মানব পাচারচক্রের সাথে যুক্ত সন্দেহে ২৭৬ জন ভারতীয়কে আটকে রাখা হয়েছিল ফ্রান্সে।
রোমানিয়ার একটি সংস্থার দ্বারা পরিচালিত নিকারাগুয়াগামী ফ্লাইটটি ফ্রান্সের কাছে ভ্যাট্রি বিমানবন্দরে চার দিনের জন্য আটকে রাখা হয়েছিল।
বিমানটি মঙ্গলবার ভোর চারটে নাগাদ মুম্বাইয়ে অবতরন করেছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
৩০৩ জন যাত্রী বহনকারী চার্টার ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যাত্রা করেছিল। মানব পাচারের সাথে যুক্ত এই সন্দেহের কারণে বৃহস্পতিবার প্যারিস থেকে ১৫০ কিলোমিটার পূর্বে ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
Indian return from france
ফ্রান্স থেকে দেশে ফিরলে আটকে থাকা ২৭৬ জন ভারতীয়
×
Comments :0