রাজ্যের অ্যাডিনো পরিস্থিতি নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে এখনও পর্যন্ত ১৩,০৬১ রোগীর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৩ জনের কোমর্বিডিটি ছিল। বর্তমানে ৬০০ জন আক্রান্তের চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। হাসপাতালগুলির বেডের পরিস্থিতি এবং উপসর্গ ও চিকিৎসা বিষয়েও নির্দেশিকায় বলা হয়েছে। ফসর্গ দেখা দিলে গৃহ চিকিৎসা এবং সংকটজনক পরিস্থিতি হলে হাসপাতাতালে স্তানান্তরিত করার ক্ষেত্রে চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর- 1800-313-444-222
Adeno Virus West Bengal
অ্যাডিনো নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের
×
Comments :0