গুজরাট গণহত্যা নিয়ে বিবিসি’র করা ডকুমেন্টারি ‘দি মোদী কোয়েশ্চন’ নিয়ে বিবিসিকে নোটিস পাঠাল দিল্লি আদালত। বিজেপি নেতা বিনয় কুমার সিংয়ের দায়ের করা মানহানী মামলার ভিত্তিতেই বিবিসিকে এই নোটিস পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা বিচারপতি রুচিকা সিংলা শুধু বিবিসি’কেই নয় নোটিস পাঠিয়েছে উইকিপিডিয়াকেও (উইকিমিডিয়া ফাউন্ডেশন)। আমেরিকান সংস্থা উইকিপিডিয়াকে একটি অনলাইন লাইব্রেরী হিসেবে ধরা হয় যদিও বহু ক্ষেত্রে উইকিপিডিয়ার তথ্যে ভুল থাকে।
বুধবার আদালতকে বিজয় কুমার সিংয়ের আইনজীবী মুকেশ শর্মা জানান ঝাড়খন্ড বিজেপি রাজ্য কমিটির একজন সদস্য বিজয়। সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) ও বিশ্ব হিন্দু পরিষদেরও (VHP) সক্রিয় কর্মী। বিবিসি তার ডকুমেন্টারিতে গুজরাটের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে আরএসএস, ভিএইচপির ভাবধারাকে কলুসিত করেছে। বিজয় কুমারের আরও দাবি যেভাবে ডকুমেন্টারিতে আরএসএস, ভিএইচপি সম্পর্কে বলা হয়েছে তা শুধু ভিত্তিহীনই নয় সেই সঙ্গে কর্মীদের ভাবাবেগকেও আঘাত করেছে।
Comments :0