উপাচার্যের কাছে ডিএ’র দাবি জানাতে গিয়েছিলেন। উল্টে তাঁর ঘরে অভব্য আচরণের মুখে পড়তে হলো শিক্ষক, শিক্ষা কর্মীদের। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে কিছু আধিকারিক এমন আচরণ করেছেন বলে অভিযোগ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের।
শিক্ষক শিক্ষা কর্মীরা জানিয়েছেন যে তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করে ঘর থেকে বের করে দেওয়া হয়। ঘটনা বুধবারের। ওইদিন বিকেলে মোহনপুর থানায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শিক্ষকদের বিরুদ্ধেই উলটে দুর্ব্যবহারের অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এআইসিআরপি’র অধীনে থাকা শিক্ষক শিক্ষা কর্মীরা এতদিন যাবত সরকারি কর্মচারীদের মতন সকল সুযোগ সুবিধা পেতেন। বিগত দু'বছর ধরে কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করেছে। ডিএ প্রদান থেকেও ওই প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষাকর্মীদের বঞ্চিত করতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ।
Comments :0