bihar election

বিহারের যুবকদের স্বপ্ন কেড়েছে বিজেপি-জেডিইউ: খাড়গে

জাতীয়

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার অভিযোগ করেছেন যে বিজেপি-জেডিইউ গত ২০ বছরে বিহারের যুবসমাজের কাছ থেকে প্রতিটি সুযোগ এবং স্বপ্ন কেড়ে নিয়েছে। তার কথায় এখন রাজ্যের আত্মসম্মান পুনরুদ্ধারের সময় এসেছে। খাড়গে বলেন, এখন মহাগঠবন্ধন 'ন্যায় সংকল্প' পুনর্ব্যক্ত করার সময় এসেছে।

সামাজিক মাধ্যম এক্সে খাড়গে লিখেছেন, বিহারের মানুষ যেখানেই যান না কেন, তাঁরা কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে সেই শহরের নাম উজ্জ্বল করেন। কিন্তু কেন তারা এখনও বিহারকে পরিবর্তন করতে পারেনি? কারণ বিজেপি-জেডিইউ গত ২০ বছরে বিহারের যুবসমাজের কাছ থেকে প্রতিটি সুযোগ এবং প্রতিটি স্বপ্ন কেড়ে নিয়েছে। তাঁদের সস্তার শ্রমিক হতে বাধ্য করা হয়েছে।
তিনি আরও বলেন, "শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের দিক থেকে বিহার দেশে ২৩তম স্থানে রয়েছে। সমগ্র রাজ্যে এই খাতে মাত্র ১.৩ লক্ষ মানুষ কাজ করে, যার মধ্যে মাত্র ৩৬,১৩৫ জন স্থায়ী।" খাড়গের কথায় এখন পরিবর্তনের সময়, বিহারের আত্মসম্মান পুনরুদ্ধারের।

উল্লেখ্য, মহাগঠবন্ধন বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইশতেহার প্রকাশ করেছে। সেই ইশতেহারে অন্যান্য বিষয়ের মধ্যে প্রতিটি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে।

Comments :0

Login to leave a comment